Shunno Dashoker Lekhok Ovidhan (Author Dictionary of Zero Decade) Edited by Ahmed Firoze. Subject: Dictionary. Cover Artist: Touhin Hasan. Publisher: Megh. Print: February 2016, Dhaka, Bangladesh. Number of Pages: 118. Price: 200 taka. ISBN: 9789849187424
অভিধান নাম ও পরিচয়, তার বাক্য নির্দেশের মধ্য দিয়ে অর্থসহ শব্দকোষ নির্মাণ করে। লেখক অভিধান কবি-সাহিত্যিকদের নাম-পরিচয়ের বৈঠকখানা। এখানে এসেই প্রথমে আলাপ হয়, তারপর অন্দরমহলের সিঁড়ি সাহিত্যাকাশের পথ খুলে দেয়। এ-অনেকটা মিথ-পুরাণের আবিষ্কারের মতোই। ১৯৭৬-১৯৮৫ এই সময়ের মধ্যে যাঁরা জন্মগ্রহণ করেছেন, যাঁদের আবির্ভাব বা সময়কাল ২০০০-২০০৯ সালের মধ্যে, তাঁদের মধ্য থেকে ২০৫ জনের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত নিয়ে ‘শূন্য দশকের লেখক অভিধান’। সাহিত্য বিচারে দশকচর্চার প্রাণভ্রমরার সঙ্গে তারুণ্য, আড্ডা, একসঙ্গে লেখালেখি ও সম্পাদনার বিশেষ সম্পর্ক রয়েছে। সে সম্পর্কের তথ্যনির্মাণ এই অভিধান।
বাংলা সাহিত্যের ইতিহাসে, বিশেষ করে আঠারো শতকের শুরু থেকেই যুগ দিয়ে ভাগ করে সাহিত্যের ইতিহাসকে সর্বজনীন করে তোলা হয়েছে; প্রাচীন যুগ (৬৫০-১১৯৯), মধ্যযুগ (১২০০-১৭৯৯) এবং আধুনিক যুগ (১৮০০-বর্তমান কালাবধি)। এর পর আধুনিক যুগের কাল পরিধির বিস্তারের সঙ্গে সঙ্গে শতক দিয়ে সময়কে বিভাজন করা হলো; আঠারো শতক (১৮০০-১৮৯৯), উনিশ শতক (১৯০০-১৯৯৯) এবং বিশ শতের কাল (২০০০-২০৯৯) চলছে। এরও অনেক পরে উনিশ শতকের দ্বিতীয় দশ বছরে দশক-ভাবনা আঁচ করা গেলেও, বুদ্ধদেব বসুরা এসে ত্রিশের দশককে (১৯৩০-১৯৩৯) একটা স্থায়ী রূপ দিলেন কাল গণনার ইতিহাসচর্চায়। আর, এ সবই সময় নির্ণয়ের বিবেচনা, কাল বিভাজন। আধুনিক বিজ্ঞানের উষ্ণতায় যেভাবে পুড়ে গেছে একান্নবর্তী সংসার, সেভাবে ক্ষুদ্রাতিক্ষুদ্র দিকগুলো সামনে চলে এসেছে, অন্য সবকিছুর মতো সময় বিবেচনাতেও।
সাহিত্যের এ নবযাত্রা–কাল পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবিষ্কারের নেশায় মেতে উঠবে। আর, আবিষ্কার পরিবর্তন বা ব্যতিক্রম নয়, নতুনের সৃষ্টিমাতাল আলোর সন্ধান। সে আলোয় সবাই আলোকিত হবেন, এই প্রত্যাশা সবসময়। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম-বরাক উপত্যকাসহ বিশ্বের নানা প্রান্তে বাংলা ভাষায় যাঁরা সাহিত্যচর্চা করছেন, তাঁদের এক দশকের উপস্থিতি বন্ধুস্মারকে রূপ পেয়েছে।
এ-গ্রন্থে একজন কবি/সাহিত্যিকের যেসব তথ্য যুক্ত হয়েছে। নাম (ইংরেজি বানানসহ), সনদপত্রানুযায়ী পুরো নাম, ডাক নাম (যদি থাকে), জন্মতারিখ, জন্মসাল, জন্মস্থান, পৈতৃক নিবাস, মাতৃনিবাস, পিতা-মাতার নাম, স্ত্রী-স্বামীর নাম, ক ভাই ক বোন, শিক্ষা ও প্রতিষ্ঠানের নাম (সর্বশেষ ডিগ্রি), পেশা (প্রতিষ্ঠানের নাম ও বর্তমান অবস্থান), সম্পাদিত পত্রিকা (প্রথম প্রকাশ ও সর্বশেষ সংখ্যা), লেখার বিষয়, প্রকাশিত গ্রন্থ (বিষয় ও প্রকাশসাল), অন্যান্য সাংস্কৃতিক কর্মকা- ও অবদান, পুরস্কার, মোবাইল নাম্বার, ই-মেইল ও ওয়েব ঠিকানা, আর এককপি ছবি।
শূন্য দশকের লেখক অভিধান : আহমেদ ফিরোজ। বিষয় : অভিধান। প্রচ্ছদ : তৌহিন হাসান। প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১৬। প্রকাশক : মেঘ। পৃষ্ঠা : ১১৮। মূল্য : ২০০ টাকা। আইএসবিএন : 9789849187424