ComputerTips

হার্ডডিস্কের অদরকারি ফাইল মুছুন

হার্ডডিস্কের অদরকারি ফাইল মুছুন যেসব ফাইল সাময়িক কাজের জন্য দরকার হয়, সেসব জমা থাকে উইন্ডোজের Temp ফোল্ডারে। যদিও কাজ শেষে এসব ফাইলের আর দরকার হয় না, তবু অনেক টেম্পোরারি ফাইল হার্ডডিস্ক ড্রাইভে থেকেই যায়। এভাবে ড্রাইভের জায়গা অহেতুক দখল করে রাখে এগুলো। অদরকারি ফাইলগুলো মুছে ফেললে হার্ডডিস্কের জায়গা যেমন কিছুটা উদ্ধার হয়, তেমনি কম্পিউটারের গতিও খানিকটা বাড়ে। কাজটা করতে চাইলে কি-বোর্ডের Windows Key+R চেপে উইন্ডোজের রান চালু করুন। সেখানে %temp% লিখে এন্টার করুন। বর্তমান ব্যবহারকারীর টেম্প ফোল্ডারটি খুলবে। তারপর কি-বোর্ডের Ctrl + A চেপে ফোল্ডারে থাকা সব ফাইল নির্বাচন করুন। এখন আবার কি-বোর্ডের Shift + Delete চেপে Yes করে সব ফাইল সরাসরি মুছে ফেলুন। বর্তমানে কোনো কাজে ব্যবহৃত হচ্ছে, এমন কিছু ফাইল এভাবে নাও মুছতে পারে, সে ক্ষেত্রে স্কিপ বা ক্যানসেল চেপে বাতিল করে দিন। এতে কোনে...

Read More